বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, প্রাণ গেল ক্রেতার

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ২৩:০০

সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পরে বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়কসংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে ক্রেতা ৬০ বছর বয়সী বাহার উদ্দিন মাঝি নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন আহত হন।

আহতদের মধ্যে চর আমানুল্লাহপুর গ্রামের ৪০ বছর বয়সী জামাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত অন্যরা হলেন চরকচ্ছপিয়া গ্রামের মো. দুলাল ও চরবাটা গ্রামের বাতান মিয়া।

সোমবার উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে। চর জব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়কসংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে।

এ সময় দোকানের সামনে বসে থাকা ক্রেতা বাহার উদ্দিন মাঝি ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।’

অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর