দেশবিরোধী অপপ্রচার ঠেকাতে আন্ত মন্ত্রণালয় সমন্বয় কমিটি করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কমিটির কাজ হবে একটা তথ্য পেলে সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা তা যাচাই-বাছাই করা। এ ক্ষেত্রে নতুন কোনো তথ্য পেলে বিভিন্ন মন্ত্রণালয় তা নিয়ে কাজ করে ব্যবস্থা নেবে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক এই সমন্বয় কমিটির প্রধান থাকবেন। তার সঙ্গে যুক্ত হবেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি। আগেও আমাদের যিনি ইউএনের ডিজি ছিলেন, উনি বিষয়টি কো-অর্ডিনেশন সেলের মতো করেছিলেন। আলোচনা করে কো-অর্ডিনেটেড ওয়েতে তথ্যগুলো বিচার-বিশ্লেষণ করে দেখা হবে।’শুধু কি অপপ্রচার রোধে এই কমিটি, জানতে চাইলে তিনি বলেন, ‘কেবল অপপ্রচার না, ভালো খবর সমন্বয় করে তারা আমাদের জানাবেন। খালি অপপ্রচার দেখেন কেন, ভালো খবরও তো দেখতে হবে। এর পরিসর বেশ বড়। কোনো স্পেসিফিক কিছু না, শুধু অপপ্রচার না।
দেখা যাক কতদূর, কী হতে পারে। এটাকে দায়িত্ব দেয়া হয়েছে, কোনো ধরনের তথ্য এলে, তথ্যবিভ্রাট হলে, আপনারা (সাংবাদিক) একটা সমন্বয় করে আমাদের জানাবেন।’
আব্দুল মোমেন আরও বলেন, ‘নির্বাচনের বহুদিন বাকি। আমি এটা আপনাদের প্রায়ই বলি, দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচনের গল্পস্বল্প শুরু হয়, নির্বাচনের দু-এক মাস আগে। আর বাংলাদেশে কী ঢং, এক বছর আগেই হইচই শুরু করে দেয়! এটা খুবই দুঃখের। আমরা নির্বাচন নিয়ে চিন্তিত না। নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে এবং স্বচ্ছ হয়। এখানে সব দল এলে ভালো, আর যারা আসবেন না, আসবেন না। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে, তাকে ভোট দেবে। আওয়ামী লীগের স্লোগান হলো ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’
বিদেশে বসে সরকারের বিরুদ্ধে যারা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বকবক করতেছে, তারা করে যাক। তার অধিকার আছে বলার। আমরা আশা করব, জনগণ বোকা না। দেশের জনগণের ওপর আমাদের বিশ্বাস আছে।’
এ সময় বিদেশিদের আশ্বস্ত করার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার কাজ করে গেলে অন্যরা বুঝতে পারবে। জনগণ সঙ্গে থাকলে বিদেশি-দেশি, এগুলো ভুলে যান।’