বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দ নজরুল ও সৈয়দ আশরাফের ম্যুরালে রং দিয়ে বিকৃতি

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ১৩:২৯

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের আঁধারে অথবা কুয়াশাচ্ছন্ন ভোরে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।’

কিশোরগঞ্জ শহরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের মুখমণ্ডলে কালো রং দিয়ে বিকৃত করা হয়েছে।

রোববার রাতের কোনো একসময় শহরের কালিবাড়ী মোড় এলাকায় শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ঘটনা ঘটে।

‘কিশোরগঞ্জ হেল্প লাইন’ নামে একটি ফেসবুক গ্রুপে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ম্যুরালের দুটি ছবি আপলোড করা হলে শুরু হয় আলোচনা। এরপর স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি।

এর আগে ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

পরে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তবে সিসিটিভি ক্যামেরাটি এখন অকেজো অবস্থায় রয়েছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, পৌর মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পৌর মেয়র পারভেজ মিয়া বলেন, ‘সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। তাদের ম্যুরালে যারা এমনটি করেছে, এটা মেনে নিতে পারছি না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘ভোররাতে অথবা কুয়াশাচ্ছন্ন ভোরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের আঁধারে অথবা কুয়াশাচ্ছন্ন ভোরে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তাদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।’

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘এর আগেও গত বছর সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আঘাত করা হয়েছে। তার সঠিক বিচার হয়নি। আজ আবারও শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে রং দিয়ে বিকৃতি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এর আগে যখন আশরাফ ভাইয়ের ম্যুরাল ভাঙচুর করা হয়েছিল তখন পৌর কর্তৃপক্ষ বলেছিল, সেখানে সিসি ক্যামেরা বসানো হবে। জানি না ক্যামেরা বসানো হয়েছে কি না? যদি ক্যামেরা বসানো না হয়ে থাকে, তবে সে দ্বায়ভার পৌর কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারবে না। ৪৮ ঘণ্টার ভেতরে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

শহরের কালীবাড়ী সড়কে নরসুন্দা নদীর তীরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে কিশোরগঞ্জ পৌরসভা। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৩০ নভেম্বর ম্যুরালটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।

এ বিভাগের আরো খবর