বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশ্রয়ণের ঘর নিয়ে প্রতারণা, হোতা গ্রেপ্তার

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ১০:৩৭

ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, পুটিজানা ইউনিয়নের কাকুয়ান গ্রামের ৪২টি দরিদ্র লোকের কাছ থেকে অন্তত তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান প্রতারকচক্রের মূল হোতা।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে চক্রের মূল হোতা জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, পুটিজানা ইউনিয়নের কাকুয়ান গ্রামের ৪২ জনের কাছ থেকে অন্তত তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান জামান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

আনোয়ার হোসেন আরও জানান, দরিদ্র লোকদের আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে দর কষাকষি করে টাকা নেন জামান। পরে ঘর না পেয়ে ভুক্তভোগী পরিবার টাকা চাইলে পালিয়ে যান প্রতারক।

পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া বিনামূল্যের ঘর পেতে টাকা লাগে না জানলেও প্রতারকের খপ্পরে পড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কে কার কাছে টাকা দিয়েছে তা আমার জানা নেই। যে ব্যক্তি এমন প্রতারণা করেছে তাকে কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন।’

এ বিভাগের আরো খবর