রাজধানীর উত্তর ভাষানটেক এলাকায় হোসেন আলীর মোড়ে অফিসে ঢুকে মোহাম্মদ হোসেন আলী নামের এক ঠিকাদারকে গুলি এবং ছুরিকাঘাত করে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।
৬০ বছর বয়সী আহত হোসেন আলীকে পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত ঠিকাদারের ছোট ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘হোসেন আলীর মোড়ে আমার ভাইয়ের অফিসে ১৫ থেকে ২০ জন মুখোশধারী এসে প্রবেশ করে তাকে চেয়ার থেকে টেনে বাইরে এনে দুই পায়ে গুলি করে। এ সময় ভাই পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার ভাই একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তার নামে নামকরণ করা হয়েছে হোসেন আলীর মোড়। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের চিনতে পারিনি।’
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ভাষানটেক এলাকা থেকে গুলিবিদ্ধ এক ঠিকাদারকে হাসপাতালে নিয়ে আসার পর রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’