নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের টায়ার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জসীমউদ্দীন জসীম, বয়স ৩৫। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। জসীমের স্ত্রী জুবাইদা শারমিনের বয়স ২২ বছর।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, কয়েকজন আহত দম্পতিকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টায় জসীমকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। নিহতের স্ত্রী জুবাইদা শারমিন চিকিৎসাধীন আছেন।
শারমিন বলেন, ‘আমার স্বামী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ছিলেন। দুপুরে আমরা চিটাগাং রোডের বাসা থেকে মিরপুর যাওয়ার জন্য চিটাগাং রোড মাছের আড়তসংলগ্ন বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। তখন আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়। এতে আমার স্বামী গুরুতর আহত হন।’
‘চার মাস হলো আমাদের বিয়ে হয়। এ মাসে বিয়ের অনুষ্ঠান হবার কথা। কার্ড বিতরণ চলছে। এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা।’
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’