রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে গলায় ছুরিকাঘাতে ফারজানা আফরিন তুলি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম।
রোববার বিকেল ৫টার দিকে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এই ঘটনা ঘটে।
শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল হক নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই দম্পতি বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে আসেন। পারিবারিক কোনো ঝামেলাকে কেন্দ্র করে সাইদুল একপর্যায়ে তুলির গলায় ছুরিকাঘাত করে।
‘স্ত্রীকে হত্যা করে পালানোর সময় আমরা সাইদুলকে আটক করি। সে এখন আমাদের হেফাজতে রয়েছে।’
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’