নিখোঁজের চার দিন পর আব্দুল গফুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চরকপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ বছর বয়সী গফুর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে।
গফুরকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, গফুর পেশায় ইজিবাইকচালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে বিবাদের কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ জন্য অটোরিকশা চালানোও বন্ধ রেখেছিলেন।
বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সঙ্গে দেখা করে বের হওয়ার পর থেকে গফুরের হদিস পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িসহ অনেক স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, ‘আজ (রোববার) দুপুরে তার মরদেহ পাওয়া গেছে। মৃতদেহটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’