বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ: পাশে কাঁদছে ৯ মাসের শিশু

  •    
  • ১ জানুয়ারি, ২০২৩ ১৩:৩৯

রোববার সকালে প্রতিবেশীরা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তারা রবিউল ও সামছুনকে ডাকাডাকি করেও কোনো উত্তর পায়নি। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

দিনাজপুরের খানসামা উপজেলায় শোয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও হাজীপাড়া থেকে রোববার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন ৩৫ বছর বয়সী রবিউল ইসলাম ও ৩২ বছর বয়সী সামছুন নাহার।

রবিউল একই এলাকার আবদুর রহিমের ছেলে ও সামছুন নাহার উপজেলার মেম্বারপাড়ার সমশের আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশীরা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তারা রবিউল ও সামছুনকে ডাকাডাকি করেও কোনো উত্তর পায়নি। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন জানান, ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।

ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরো খবর