বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ বলছে দুর্ঘটনা, বাবার দাবি পরিকল্পিত হত্যা

  •    
  • ১ জানুয়ারি, ২০২৩ ১৩:২৪

কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, ‘স্বাস্থ্য কর্মকতাদের ধারণা, ধাক্কা লেগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সিফাত। তবে পরিবার এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছে। আমার কাছে মনে হয় এটা দুর্ঘটনা।’  

মাদারীপুরের কালকিনিতে এক যুবকের মৃত্যু নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। পুলিশ দুর্ঘটনা বললেও নিহতের পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শনিবার রাতে উপজেলার কালাই সরদারের চর এলাকায় ওই ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী নিহত সিফাত বেপারির বাড়ি একই এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, শনিবার সন্ধ্যার পরে কালকিনির কালাই সরদারের চর এলাকায় হাঁটছিলেন সিফাত। এ সময় কালকিনিগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

তিনি জানান, পরে এক পথচারী সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে সময় তিনি জীবিত ছিলেন। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিফাতের বাবা আবু কালাম বেপারি বলেন, ‘আমার ছেলেকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোনোভাবেই ইজিবাইকের ধাক্কায় মারা যেতে পারে না। শ্বাসরোধ করে কেউ ইজিবাইকের সামনে ফেলে চলে গেছে। এ সময় আমার ছেলের সঙ্গে থাকা কেউ হাসপাতালে না এসে এক পথচারী দিয়ে চিকিৎসার জন্যে পাঠানো হল কীভাবে? আমি থানায় মামলা করবো।’

ওসি শামীম হোসেন বলেন, ‘স্বাস্থ্য কর্মকতাদের ধারণা, ধাক্কা লেগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সিফাত। নিহতের পরিবার এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছে। তবে আমার কাছে মনে হয় এটা দুর্ঘটনা।’

তিনি আরও বলেন, ‘তারপরেও ওই পরিবার থেকে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এ বিভাগের আরো খবর