রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ফিরোজ আহমেদ নামের এক যুবক নিহত হয়েছেন। ২৫ বছর বয়সী ফিরোজ ছাত্রলীগের কর্মী ছিলেন।
আগারগাঁওয়ের তালতলা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে।
ফিরোজের ভাই নূর নবী রিয়াজ বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ভাইকে পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনি। ভোর সাড়ে ৫টার দিকে ডাক্তার আমার ভাই মারা গেছে বলে জানান।’
ফিরোজের বাবা টিপু সুলতান বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের সমর্থক ছিল। সে কোনো পদে ছিল না। রাতে ওই এলাকায় দুই গ্রুপে ঝামেলা হয়েছে শুনতে পাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না। আমার ছেলে ফিরোজ সমাজসেবা অধিদপ্তরের হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিল। তালতলা এলাকায় পরিবার নিয়ে বাস করছি আমরা।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।