ফসলের মাঠে শাক গাছ লাগিয়ে জাতীয় পতাকা ফুটিয়ে তুলে চমক সৃষ্টি করেছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষাথী ও শিক্ষকরা। চিত্রকর্মটি দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, ‘ছাত্র ও শিক্ষকরা মিলে মহান বিজয়ের মাস উপলক্ষে শাক গাছ দিয়ে পতাকা তৈরী করা হয়েছে।
‘পতাকার মাঝখানে লাল শাকের বৃত্ত দিয়ে বুঝানো হয়েছে লক্ষ শহীদের রক্ত ও সবুজ পালং শাক দিয়ে বুঝানো হয়েছে বাংলার প্রকৃতিকে।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, একখন্ড জমিও খালি রাখা যাবে না। এজন্য আমরা এটিআই এর সকল জায়গায় কৃষি আবাদের আওতায় এনেছি। এতে আমাদের শিক্ষার্থীরা কৃষি কাজে ভূমিকা রাখতে পারবে।’
তিনি আরও জানান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠে গত ১৬ নভেম্বর এই পাতকা তৈরির কাজ শুরু হয়। আমাদের ছাত্র- শিক্ষকরা প্রচুর শ্রম দিয়ে এটা করেছে। এখন এটা দেখতে দর্শনার্থীরা ভিড় করছে। এর পরে আমরা আরও কিছু কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি।
শিক্ষার্থী প্রতীক রহমান বলেন, ‘স্যারদের নির্দেশনায় শাক গাছ লাগিয়ে এ পতাকা তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসছেন, আমাদের প্রশংসাও করছেন।’
পতাকা দেখতে আসা শেরপুর পৌরসভার খরমপুরের সাবিদ জানান, আমি ড্রোন এসেছি ভিডিও করতে। সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিব। এতে সবাই সুন্দর কাজটি দেখতে পাবে।