বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেট্রোরেলে সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগ বিএনপির

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মেগা প্রকল্পের নামে অতিরিক্ত খরচ দেখিয়ে সরকার জনগণের টাকা লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। মেট্রোরেল প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।’

অন্যান্য মেগা প্রকল্পের মতো মেট্রোরেলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।

তিনি বলেন, ‘মেগা প্রকল্পের নামে অতিরিক্ত খরচ দেখিয়ে সরকার জনগণের টাকা লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। মেট্রোরেল প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।’

প্রিন্স বলেন, ‘সরকার যেই খরচে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে তা প্রতিবেশী দেশ ভারত, ভিয়েতনাম, পাকিস্তানসহ বিভিন্ন দেশের তুলনায় কয়েক গুণ বেশি। সরকারের দুর্নীতি ও কমিশন বাণিজ্যের কারণেই এমন ব্যয় দেখানো হচ্ছে। একই সঙ্গে এর ভাড়াও অনেক বেশি ধরা হয়েছে। কলকাতার চেয়েও কয়েক গুণ বেশি ভাড়া জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে। সরকারকে এই লুটপাট ও দুর্নীতির জবাব একদিন দিতে হবে।’

তিনি বলেন, জনগণ এর হিসাব একদিন নেবে। সারা দেশের জনগণ নিজেদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে রাজপথে নেমেছে। জনগণ কড়ায়গন্ডায় হিসাব না বুঝে ঘরে ফিরবে না। এই পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দিতে বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান প্রিন্স।

শুক্রবারের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিনা কারণে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলেও জানান তিনি।

এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি সিনিয়র নেতাদের অনেকেই গুরুতর অসুস্থ। বিশেষ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা দরকার।

এ সময় সংবাদ সম্মেলনে দ্রুত রিজভীর চিকিৎসার ব্যবস্থা করতে দাবি জানানো হয়।

এ বিভাগের আরো খবর