ফেনী পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ফেনী পৌরসভার কর নির্ধারণ শাখার অফিস সহায়ক নুরুন্নবী ভূঁইয়া ও সহকারী কর আদায়কারী সেলিম উদ্দিন।
শুক্রবার সকালে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সত্যতা নিশ্চিত করেছেন।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘মানুষকে সেবা দেয়ার জন্য আমি রাত-দিন সমানতালে পরিশ্রম করে যাচ্ছি। আমার জন্য বরাদ্দকৃত অর্থ দিয়েও পৌরসভার কাজ করছি। রাতের মধ্যে শহরের সব বর্জ্য পরিষ্কার করি, যাতে মানুষ কষ্ট না পায়। পৌরসভার সব কর্মচারীর বেতন যথাসময়ে পরিশোধ করি। তার পরও কেন অনিয়ম করবে? পৌরসভায় দায়িত্বরত সবাইকে নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন করতে আগে থেকেই নির্দেশনা ছিল। অভিযুক্তদের প্রমাণ সাপেক্ষে বরখাস্ত করা হয়েছে। ফেনী পৌরসভার সেবাগ্রহীতাদের সঙ্গে অন্যায় করলে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ছাড় দেয়া হবে না।’
ফেনী পৌরসভার সচিব আবুজর গিফারী বলেন, ‘যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ ছিল। অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ শাখায় দায়িত্ব পালন করতে বলেছিলেন মেয়র। কেউ যেন নিজ শাখার কাজ ছেড়ে অন্য শাখার কাজে হস্তক্ষেপ না করে ও কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয় সে জন্যও নির্দেশ দেয়া হয়েছিল। তার পরও অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’