রাজধানীর উত্তরা উত্তর ও আগারগাঁও মেট্রো স্টেশনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মিলবে এমআরটি পাস। মেট্রো রেল চালুর প্রথম দিন বৃহস্পতিবার থেকেই এই পাস বিক্রি করা হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য জানানো হয়।
সেখানে একটি ফরমের ছবি দিয়ে বলা হয়েছে, ডিএমটিসিএল-এর ফেসবুক পেজ অথবা http://www.dmtcl.gov.bd ওয়েবসাইটে দেয়া রেজিস্ট্রেশন ফরম পূরণ করে উত্তরা উত্তর এবং আগারগাঁও স্টেশনের কাউন্টারে জমা দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে ৫০০ টাকা। এর কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা এবং ব্যবহারযোগ্য ৩০০ টাকা।
তবে সিঙ্গেল জার্নির (একক যাত্রা) টিকিট ভ্রমণের সময় (সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) এই দুই স্টেশন থেকে কেনার সুযোগ রয়েছে।