বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অতিরিক্ত টাকা হাতিয়ে নিতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়: পররাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৬

গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকল্পের সময় বাড়ানোর বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ে সরকারি প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজে ধীরগতির ঘটনায় অসন্তোষ প্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার সকালে সিলেটে পৌঁছে তিনি বিমানবন্দরের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় কাজে ধীরগতি কেন, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে ড. মোমেন বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের সময় বাড়ানো হয় অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার জন্য। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সময়ের মধ্যেই কাজ শেষ করে। তবে সিলেট ওসমানী বিমানবন্দরে কেন তার ব্যতিক্রম হচ্ছে তার খোঁজ নেয়া হবে।’

এর আগে, ১২ মে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টারের আয়োজিত এক যৌথ সেমিনারে আব্দুল মোমেন সরকারি প্রকল্পে বেশি সময় ব্যয় হওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে যখন কোনো প্রকল্প শুরু করি, তা নির্ধারিত সময়ে শেষ হয় না। আমার কাছে অনেক উদাহরণ আছে। প্রকল্প তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও লেগেছে ১০ বছর। এই অতিরিক্ত সময়ের জন্য ব্যয় সমন্বয়ের কারণে সরকারের অতিরিক্ত খরচ হয়।’

একই বিষয়ে বছরের শুরুতে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ে সরকারি প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন।

এ বিভাগের আরো খবর