কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে বুধবার রাত ১১টার দিকে ৮ বছর বয়সী রিফাত মন্ডল ও ৬ বছর বয়সী মুরসালিনের মরদেহ উদ্ধার করা হয়।
রিফাত উপজেলার ফিলিপ নগরের গোলাবাড়ি পাড়ার লিপন মন্ডলের ছেলে এবং মুরসালিন ইবি থানার শান্তিডাঙ্গার মজিবর রহমানের ছেলে।
মুরসালিন দুইদিন আগে দৌলতপুরে নানার বাড়ীতে বেড়াতে আসে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে।
ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পদ্মা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।