মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের বাইরে বৃহস্পতিবার ১০টায় এসে লাইনে দাঁড়ান আলিম উদ্দিন। সঙ্গে রয়েছে তিন বন্ধু। প্রায় ২ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরও ঢুকতে পারেননি স্টেশনে, কিনতে পারেননি টিকিট।
আলিম উদ্দিনের মতো এমন অনেক যাত্রী বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে ট্রেনে না চড়েই হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। তবে তাদের প্রত্যাশা আগামীকাল এসে ট্রেনে চড়তে পারবেন।
প্রথমদিন মেট্রোরেলে উঠতে না পারলেও দুঃখ নেই বলে জানান আলিম। বলেন, ‘আজ মেট্রোতে উঠতে পারিনি, তাতে দুঃখ নেই। দূর থেকে দেখেছি, এতেই খুশি। আগামীকাল আবার আসব। আশা করি কাল উঠতে পারব।’
আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও মেট্রোতে উঠতে পারেননি মকবুল হোসেন। তিনি বলেন, প্রথমদিনেই মেট্রোতে চড়তে পারলে ভালো লাগত। অন্য একদিন এসে চড়ে যাব। আরও সকালে এলে হয়তো চড়তে পারতাম।’
ছেলেমেয়েকে মেট্রোট্রেনে উঠাতে নিয়ে এসেছেন রকিবুল হক। উত্তরা উত্তর স্টেশনে দীর্ঘ লাইনের কারণে ট্রেনে উঠতে পারেননি আজ। তিনি বলেন, ‘মেট্রোতে চড়তে এলাম। কিন্তু মানুষের ভিড়ের কারণে আজ চড়তে পারিনি। বাচ্চাদের জন্য খারাপ লাগছে। কাল ও পরশু শুক্র-শনিবার হওয়ায় ভিড় বেশি হবে। কয়েকদিন পর আবার আসব।’