বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেট্রোতে কার্ড হারিয়ে ১০০ টাকা জরিমানা

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২২ ১৫:১০

‘প্রচণ্ড ভিড়ের মধ্যে কার্ড কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি৷ উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার মধ্যে এ ঘটনা ঘটেছে। ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই, হারিয়ে ফেলেছি। এ জন্য স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।’

ঢাকা কলেজের পদার্থবিজ্ঞানের ছাত্র ইমরান হোসেন নোমান। প্রথম দিন মেট্রোরেলে চড়তে উত্তরা উত্তর স্টেশন এসেছেন তিনি। কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতা তার সুখের হয়নি।

উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় স্টেশন থেকে কেনা কার্ডটি হারিয়ে ফেলেন। এ কারণে তাকে ৬০ টাকার টিকিটের জন্য ১০০ টাকা জরিমানা গুনতে হয়েছে ইমরানকে।

এ জন্য অনেকটা ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘টিকিটের সমপরিমাণ টাকা জরিমানা না রেখে ৬০ টাকার জায়গায় ১০০ টাকা রেখেছে। ৪০ টাকা বেশি গুনতে হলো। আমি ছাত্র, ১০০ টাকা অনেক বেশি।’

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন হয় বুধবার। পরদিন সকালে যাত্রী নিয়ে প্রথম ছোটে ট্রেনটি। উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুট হলেও শুরুতে চালু হলো আগারগাঁও পর্যন্ত।

এই পথের ভাড়া ৬০ টাকা। আগেই জানানো হয়, একটি গন্তব্যের টিকিট কেটে বেশি গেলে হবে জরিমানা। সেটি হবে ভাড়ার ১০ গুণ।

তবে শুরুতে এক স্টেশন পর্যন্ত টিকিট কিনে অন্য গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত আর কোথাও থাকছে না। ফলে টিকিট কাটার সুযোগ ছিল একটিই।

আর টিকিট না কেটে ট্রেনে চড়ার সুযোগও নেই। কারণ এই টিকিট পাঞ্চ করলেই কেবল টার্মিনালে যাওয়ার সুযোগ মেলে।ফলে নোমান টিকিট করেছেন নিশ্চিত। তাহলে নামার পর কেন তার কাছে তা ছিল না, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘প্রচণ্ড ভিড়ের মধ্যে কার্ড কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি৷ উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার মধ্যে এ ঘটনা ঘটেছে। ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই, হারিয়ে ফেলেছি। এ জন্য স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।’

জরিমানা দিয়ে স্টেশনের ভেতর থেকে বাইরে আসেন তিনি।

আগারগাঁওয়ের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজা বলেন, ‘কার্ড তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, আমরা যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখছি। এ ক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের ১০০ টাকা জরিমানা করছি।’

এ বিভাগের আরো খবর