সাধারণ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে মেট্রোট্রেন। প্রথমদিনেই এই ট্রেনে চড়তে নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন ৬৫ বছর বয়সী মো. আবদুল্লাহ।
রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি।
আবদুল্লাহ বলেন, ‘রাতের গাড়িতে ঢাকা এসেছি। সকালে আগারগাঁও স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। শুধু এই ট্রেনে চড়ার জন্যই এসেছি।’
বৃহস্পতিবার সকালে মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন থেকে ট্রেন ছাড়ে। দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।
শীত উপেক্ষা করে সারারাত গাড়িতে করে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনে শখ ছিল মেট্রোট্রেনে উঠব। সেই শখ পূরণ করতে নোয়াখালীর চাটখিল থেকে ঢাকায় আসা।’
আগারগাঁও স্টেশন থেকে মেট্রোট্রেনে চড়ে উত্তরা উত্তর স্টেশনে যান আবদুল্লাহ। ট্রেনে চড়ে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘মেট্রোরেলে উঠতে পেরে একটা স্বপ্নপূরণ হলো।’
একাই এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একা ঘোরার মজাই আলাদা। কোনো আত্মীয়ের বাসায় না গিয়ে সরাসরি আগারগাঁও স্টেশনে চলে আসি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পর আজ থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।
দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার উদ্বোধন করা হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।