সম্প্রতি ভারত-চীনসহ কয়েকটি দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে বন্দরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানিয়েছে, করোনার ওমিক্রন ধরনের বিএফ-৭ উপধরনের কারণে কয়েকটি দেশে এবার দ্রুত সংক্রমণ ঘটছে। প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
লালমনিরহাট সিলিভ সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুড়িমারী স্থলবন্দরে ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রা রেড হ্যান্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে ভারত থেকে আসা সব যাত্রীর স্ক্যানিং কার্যক্রমে জোর দেয়া হয়েছে। বন্দরে আসা সন্দেহজনক যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা আছে কি-না বা তাদের করোনা টিকার দুই ডোজ দেয়া আছে কি-না পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। একই কার্যক্রম বন্দরের ভারত অংশেও চালু আছে।
এ ক্ষেত্রে সন্দেহজনক কোনো রোগী শনাক্ত হলে তাকে ১৪ দিনের কোয়ারাইন্টাইনে রাখাসহ নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআরে পাঠানো হবে- নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ আছে কি-না দেখার জন্য।
দেশের বন্দরগুলোর সতর্কতা নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি মিটিংও হয়েছে।
বুড়িমারী স্থল বন্দরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন বলেন, ‘চীনে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতেও করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এ জন্য বাড়তি সতর্কতা অবলম্বণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘স্ক্যানিং ব্যবস্থা করোনার শুরু থেকেই ছিল। আমরা সব সময় যাত্রীদের স্ক্যানিং করেই ছাড় দেই। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীর শরীরে করোনার নতুন ধরন পাওয়া যায়নি।’