বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাত্রীর সঙ্গে আনা এয়ার ফ্রায়ারে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৯

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কাস্টমস চেকিংয়ের পর এক যাত্রীর সঙ্গে থাকা এয়ার ফ্রায়ারে (রান্নার যন্ত্র) তল্লাশি চালিয়ে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও দুটি স্বর্ণের বার ও কিছু অলংকারও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতফেরত এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৩২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।

বুধবার কাস্টমস চেকিংয়ের পর বিমানবন্দর থেকে ওই যাত্রীর সঙ্গে থাকা রান্নার যন্ত্র (এয়ার ফ্রায়ার) থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ওই যাত্রীর নাম জসিম উদ্দিন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হাতে আটক জসিম শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ‘শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি-৯ ৫২৬ ফ্লাইট অবতরণের পর থেকে যাত্রী জসিমকে নজরদারিতে রাখা হয়। এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। কাস্টমস চেকিংয়ের পর ওই যাত্রীর সঙ্গে থাকা এয়ার ফ্রায়ারে (রান্নার যন্ত্র) তল্লাশি চালিয়ে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ছাড়া আরও দুটি স্বর্ণের বার এবং কিছু অলংকারও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ৩২৩ গ্রাম।’

এই ঘটনায় পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর