সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় ১২ দিন আগে এক রকেট এজেন্টকে পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬টি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তারিকুল ইসলাম প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে চৌকিদহ এলাকায় পৌঁছালে তার পায়ে গুলি করে সব টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।
এ ঘটনার ১২ দিন পর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাতরা হলেন- উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের সুজন মিয়া ওরফে সোহেল, একই উপজেলার রামকান্তপুর স্কুলপাড়া এলাকার আব্দুল মালেক, মো. আশরাফুল প্রাং ও সদর উপজেলার আব্দুল করিম।
পুলিশ সূত্র জানিয়েছে, আটকের পর ডাকাতরা টাকা ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও তিনজন জড়িত ছিলেন। পলাতক ওই তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।