‘অনেক দিন ধরে তো দেখলাম মেট্রোরেল বানানো। আজ আগারগাঁও দিয়েই রিকশা নিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন। তাই দেখতে আসলাম। খুবই ভালো লাগছে। এই এলাকা দেখে টিভিতে বিদেশ যেমন দেখি তেমন লাগছে।
মেট্রোরেল উদ্বোধনের আগে রাজধানীর আগারগাঁও এলাকায় কথাগুলো বলছিলেন রিকশাচালক আব্দুল কুদ্দুস।
কুদ্দুস জয়পুরহাট জেলার বাসিন্দা। ঢাকায় রিকশা চালান তিনি।
আগারগাঁও এলাকায় মেট্রোস্টেশন দেখে তিনি বলেন, ‘দেশ উন্নত হচ্ছে এটা দেখে যেতে পারছি, এটাই খুশির খবর।’
খুশি হয়ে এই রিকশাচালক প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। বলেন, ‘আপনারা পত্রিকায় একটু লিখে দিয়েন আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি।’
মেট্রোরেল উদ্বোধনের দিন সাধারণ মানুষ চলাচল করতে পারবে না জেনেও উৎসুক মানুষের কমতি ছিল না আগারগাঁও স্টেশন এলাকায়। রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা থেকে লোকজন এসেছে এক নজর মেট্রোরেল দেখতে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগারগাঁও স্টেশনের দুই পাশের মোড়ে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মেট্রো স্টেশনের ভেতরে যেতে দেয়নি। বাধ্য হয়ে রাস্তাতেই অবস্থান নিয়েছেন তারা।
মেট্রোট্রেন দেখতে আগারগাঁও স্টেশন এলাকায় ভিড়। ছবি: নিউজবাংলা
মেট্রোরেল দেখতে এসেছেন সেলিম মন্ডল। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি আজ এলজিইডিতে একটা কাজে বাগেরহাট থেকে ঢাকায় এসেছি। কাজ শেষে শুনলাম এখানে নাকি আজ মেট্রোরেল চলবে। তাই দেখতে আসলাম। একটা ছবি তুলে বাড়ি গিয়ে বউ-বাচ্চাদের দেখাতে পারব। তাই মেট্রোরেলের একটা ছবি না তুলে যাচ্ছি না।’
১০ বছরের মেয়েকে নিয়ে মগবাজার থেকে আগারগাঁওয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন রাহেলা বানু। কিন্তু আজ সাধারণ জনগণ ট্রেনে উঠতে পারবে না শুনে মন খারাপ। তিনি বলেন, ‘আজ মেট্রোরেল চলবে শুনে আমি মেয়েকে নিয়ে এসেছি ট্রেনে চড়ার জন্য। কিন্তু এসে শুনি আজ মেট্রোরেলে উঠতে পারব না। আজ শুধু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামীকাল ট্রেনে উঠতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমি কলকাতায় মেট্রোরেলে চড়েছি কিন্তু বাংলাদেশে হবে এটা স্বপ্নেও ভাবিনি। এটা করার জন্য সবচেয়ে বড় অবদান শেখ হাসিনার। আমি তাকে মন থেকে ভালোবাসা জানাই।’
মোহাম্মদপুর থেকে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘এ এক অন্য রকম অনুভূতি, বলে বোঝানো যাবে না। তাই মেট্রোরেলের উদ্বোধনের সাক্ষী হতে চলে এলাম। বাসায় মন টিকছিল না ‘
তিনি আরও বলেন, ‘আপনি ভাবতে পারেন যে উত্তরা থেকে আগারগাঁও আসতে আগে যেখানে ২-৩ ঘণ্টা সময় লাগত মেট্রোরেলের কারণে তা এখন ১০ মিনিটে আসা যাবে। মেট্রোরেল হলে আমাদের আফসোস হবে জীবনে কত ঘণ্টা রাস্তায় নষ্ট হয়েছে এই ভেবে। শুধু আগারগাঁও না আর দুইদিন পরে মতিঝিলও যাওয়া যাবে ৩০-৪০ মিনিটে।’