বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ৯ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট। ছবি: নিউজবাংলা
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজার কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
তিনি বলেন, ‘সকাল ৮টার পর স্বাভাবিকভাবে টোল আদায় শুরু হওয়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।’