হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাধবপুরের বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে ১৭ বছর বয়সী সোহাগ মিয়া ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে ১৮ বছর বয়সী শুভ মিয়া। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যান মুক্তিযোদ্ধা চত্বরে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও শুভ গুরুতর আহত হন।
ওসি আরও জানান, স্থানীয়রা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই দুই ভাইয়ের মৃত্যু হয়।