বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিছিলের অনুমতি পেল বিএনপি

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:৩২

সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে ৩০ ডিসেম্বর ঢাকায় মিছিল করতে চায় বিএনপি। এই কর্মসূচির রুটও প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে মিছিলের অনুমতি নেয়।

বিএনপিকে আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ। তারা পল্টন থেকে মগবাজার পর্যন্ত মিছিল করতে পারবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

তবে গণমিছিলের নামে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ডিএমপি সদর দপ্তরে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল। তাদের সঙ্গে আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর তারা করতে চান। তাদের (বিএনপি) পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

তিনি আরও বলেন, বিএনপি সুশৃংখল মিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে ৩০ ডিসেম্বর ঢাকায় মিছিল করতে চায় বিএনপি। এই কর্মসূচির রুটও প্রকাশ করেছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার নিউজবাংলাকে এ তথ্য জানান।

তিনি জানান, মিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে মিছিল। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিল হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে মিছিলের অনুমতি নেয়।

এ বিভাগের আরো খবর