বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:১৪

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

প্রাইভেটকারে ঘুরে ঘুরে চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নাজমুল হাসান সিজান ও আবু রায়হান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আটকের পর মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা।

মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনই পেশায় গাড়িচালক।

তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে কাজ করেন। রোববার এক বন্ধুর সঙ্গে তিনি উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি বাসায় যান। সেখানে তাদের দুজনকে সিজান ও রায়হানসহ আরও দুই বন্ধু আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে তাদের অভিভাবককে জানানোর ভয় দেখানো হয়।

‘এরপর ওই তরুণীর বন্ধু টাকা আনতে সেখান থেকে বেরিয়ে গেলে ওই চার যুবক ভুক্তভোগী তরুণীকে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। সেই গাড়ি চলতে থাকা অবস্থায়ই তারা চারজন সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে ওই তরুণীকে উত্তরা পশ্চিম থানা এলাকায় নামিয়ে দেন।’

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর