আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুক নামে এক আইনজীবীর সম্পৃক্ততা পেয়েছে কাউন্টার টেররিজম। সোমবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্তে থাকা কর্মকর্তারা জানান, ওমর ফারুক পালিয়ে যাওয়া এক জঙ্গির ভগ্নিপতি। তিনি প্রয়াত রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ছিলেন। বর্তমানে আইন পেশায় যুক্ত।
উপ-কমিশনার নাজমুল হক বলেন, ওমর ফারুককে ৫-৬ দিন আগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুকের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।
সম্পৃক্ততার বিষয়টি তিনি স্বীকার করে গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুই দফায় চারদিন রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।
দুই জঙ্গি ছিনতাইয়ে এখন পর্যন্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন তিনি।