বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির ছেড়ে দেয়া আসনে জাপার ৪ প্রার্থী

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২২ ২৩:৩৯

গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের এমপিরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বিএনপির ছয় এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়।

বিএনপির ছেড়ে দেয়া সংসদীয় আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চারটি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে তারা।

মঙ্গলবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি জানায়, জাতীয় সংসদের উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৬, বগুড়া-৪ ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে অংশ নেবে জাতীয় পার্টি। আগামী ১ ফেব্রুয়ারি এ নির্বাচন হবে।

জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড চুড়ান্তভাবে যে সব প্রার্থীদের মনোনীত করেছে তারা হচ্ছেন- ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে মো. রেজাউল ইসলাম ভূইয়া।

বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি আসনে উপনির্বাচনের জন্য গত ১৮ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী এসব আসনে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, মনোয়ন জমার শেষ দিন ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি।

গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের এমপিরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বিএনপির ছয় এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়।

একাদশ জাতীয় সংসদে ৩৫০ এমপির মধ্যে বিএনপির এমপি সাতজন। তাদের মধ্যে ছয়জনের পদত্যাগপত্র গ্রহণ করে সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়। তারা হলেন বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদের পদত্যাগ এখনও গ্রহণ করা হয়নি। যদিও এরই মধ্যে তিনি ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিভাগের আরো খবর