পল্টন থানার উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন বলেন, ‘এই নবজাতকটিকে কে বা কারা গুলিস্তান ফুটপাতে রেখে চলে যায়। আমরা ওই এলাকার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফেলে যাওয়া লোকদের শনাক্ত করার চেষ্টা করছি।’
রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে সিমেন্টের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে গুলিস্তান নাট্যমঞ্চের দক্ষিণ পাশের ফুটপাত থেকে সিমেন্টের কাগজের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।
‘এই নবজাতকটিকে কে বা কারা গুলিস্তান ফুটপাতে রেখে চলে যায়। আমরা ওই এলাকার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফেলে যাওয়া লোকদের শনাক্ত করার চেষ্টা করছি।’