স্বপ্নের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশ খুলছে বুধবার। তবে এই রুটটির মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। এমআরটি লাইন-৬ হিসেবে পরিচিত এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলে উত্তরা থেকে সরাসরি পৌঁছানো যাবে কমলাপুর।
বর্তমানে চলছে আগারগাঁও থেকে মাতিঝিল প্রান্তের কাজ। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ শুরু হওয়ার অপেক্ষায়।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও অংশে বেশি গুরুত্ব দেয়া হলেও এখন জোর কদমে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ চলছে। নভেম্বর মাস শেষে এই অংশের পূর্ত কাজে অগ্রগতি ৮৫.৭৬ শতাংশ। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটারের বর্ধিত কাজের জন্য গত ২৮ নভেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
এমআরটি লাইন-৬ বাস্তবায়ন হচ্ছে মোট আটটি প্যাকেজে। এর মধ্যে প্যাকেজ-৫ এর আওতায় রয়েছে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.১৯৫ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি মেট্রো স্টেশন নির্মাণ। ইতোমধ্যে এই পথের ভায়াডাক্ট ও স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণ কাজ শেষ হয়েছে। এই প্যাকেজের আওতায় স্টেশনগুলোর এন্ট্রি, এক্সিট, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং কাজ চলমান। কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনে রুফ শিট স্থাপন শেষ হয়েছে। নভেম্বর পর্যন্ত এই অংশের কাজের সার্বিক অগ্রগতি ছিল ৯০.২৪ শতাংশ।
প্যাকেজ-৬ এর আওতায় রয়েছে কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪. ৯২২ কিলোমিটার পথে ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণের কাজ, যা ইতোমধ্যেই শেষ হয়েছে। এই প্যাকেজের আওতায় স্টেশনগুলোর এন্ট্রি, এক্সিট, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং কাজ চলমান।
সরেজমিনে দেখা যায়, এই রুটের ফর্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় স্টেশনের রুফ শিট স্থাপনের কাজ শেষ হয়েছে। আর বিজয় সরণি এবং মতিঝিল স্টেশনের রুফ শিট স্থাপনের কাজ চলছে। এ অংশের কাজের অগ্রগতি ৯০.৭৪ শতাংশ।
আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮৫.৮৭ শতাংশ। এই অংশে আছে সাতটি স্টেশন।
কমলাপুর পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন হলে আরও একটি স্টেশন বেড়ে এই অংশের স্টেশনের সংখ্যা দাড়াবে আটটিতে। সব মিলিয়ে এমআরটি-৬ এ মেট্রো স্টেশন হবে ১৭টি।
ডিএমটিসিএলের তথ্য অনুসারে, এমআরটি-৬ এর জন্য ২৪টি ট্রেন সেটের মধ্যে ১৯টি ডিপোতে পৌঁছেছে। এই প্যাকেজের অগ্রগতি ৮৪.৫০ শতাংশ। ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এমআরটি লাইন-৬ এর কমলাপুর পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হবে ২০২৫ সালে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী নিউজবাংলাকে বলেন, ‘২০৩০ সালের মধ্যে সবগুলো এমআরটি চালু করা আমাদের র্টাগেট। এর মধ্যে আমরা আশা করছি আগামী বছরের (২০২৩ সাল) ডিসেম্বরের মধ্যে এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লাইন চালু হয়ে যাবে।’
আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত লাইন সম্পর্কে ম্যাস ট্রানজটি কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক নিউজবাংলাকে বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নেয়ার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে এই লাইন যেদিক দিয়ে যাবে সেখানকার ভূমি অধিগ্রহণ করা হয়ে গেছে। এসব জাইগার ৪৬টি স্থাপনা সরাতে হবে। আমরা আশা করছি আগামী ২০২৫ সালের জুন মাসে কাজ শেষ করে প্রকল্পটি পরিপূর্ণ ভাবে উদ্বোধন করতে পারব।’