মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইট ভাঙার গাড়ি খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন।
সিরাজদীখানের মধ্যপাড়া বাজার সড়কে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের জামাল ব্যাপারীর ছেলে গাড়ির চালক মো. খলিল এবং একই উপজেলার কড়ারবাগ গ্রামের মো. সিরাজের ছেলে গাড়িচালকের হেলপার মো. মিজান।
সিরাজদীখান থানার ওসি একএম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যপাড়া গ্রাম থেকে গাড়িটি কড়ারবাগ গ্রামে যাচ্ছিল। পথে মধ্যপাড়া বাজারের দক্ষিণের পাকা সড়কের খাদে সেটি পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মো. খলিল।
গুরুতর আহত মিজানকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।