করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর সংক্রমণ ঠেকাতে চীনসহ চারটি দেশ থেকে আসা যাত্রীদের স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক-পরবর্তী ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রিসভা বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড নিয়ে গতকাল (সোমবার) সচিব সভায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটাই আজ (মঙ্গলবার) মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি।
‘আমাদের প্রথম পদক্ষেপ হলো, যেসব দেশে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেসব দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পরই আগতরা কেবল দেশের ভেতরে প্রবেশ করতে পারছেন।’
তিনি বলেন, ‘গতকাল এ নির্দেশনা জারির পর ঢাকায় বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চারজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আমরা ইমেডিয়েট অ্যাকশনে চলে গেছি। ব্যবস্থাপনাটা আমাদের ছিলোই। করোনার প্রকোপ কমে যাওয়ার কারণে স্থগিত ছিল। এখন আবার এগুলো চালু করছি।’
‘চারটি দেশ থেকে আগতদের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে চীন আছে। অন্য দেশগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না।’