৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে সংগঠনটি। ওইদিন সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
দুপুর ১টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
২ জানুয়ারি ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ করবে।