বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোল চেকপোস্টে ফের শুরু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৪৩

সোমবার সকালে অধিদপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশের দিয়ে চিঠি আসে। তাতে বলা হয়, ‘চীন-ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে... ভারতেও ওমিক্রনের এই উপ-ধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশে আশঙ্কা তৈরি হচ্ছে।’ স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী জানান, এই অবস্থায় নতুন ধরনকে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

চীন ও ভারতে আতঙ্ক সৃষ্টি করা ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএফ-৭ এর সংক্রমণ ঠেকাতে বেনাপোল চেকপোস্টে যাত্রীদের করোনা শনাক্তের পরীক্ষা ফের চালু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশ জারির পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে অধিদপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশের দিয়ে চিঠি আসে। তাতে বলা হয়, ‘চীন-ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে... ভারতেও ওমিক্রনের এই উপ-ধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশে আশঙ্কা তৈরি হচ্ছে।’

ইউসুফ জানান, এই অবস্থায় নতুন ধরনকে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের ব্যাপারে হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে। সব সন্দেহজনক যাত্রীকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে।’

এরই মধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে স্থাপিত ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড হ্যান্ড হেল্ড থার্মোমিটার কার্যকর করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে ইমিগ্রেশন ও কাস্টমসের তল্লাশি কেন্দ্রের মধ্যে ও ইমিগ্রেশন এলাকায় বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক নেই।তবে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরে আসতে দেখা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদর ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড হ্যান্ড হেল্ড থার্মোমিটার মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিক্যাল টিম কাজ করছে।

তবে চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের কোনো স্থায়ী অবকাঠামোগত সুবিধা না থাকায় স্বাস্থ্য পরীক্ষা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি। জনবলের অভাবে বন্দরেও কাজ করা যাচ্ছে না। এসব সীমাবদ্ধতার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর