বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবি পরিচয়ে অপহরণের মামলায় কনস্টেবল গ্রেপ্তার

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২২ ১৩:৫৭

এসআই মো. শাহীন মিয়া বলেন, ‘ইব্রাহিমের বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করলে সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক কনস্টেবল।

গোয়েন্দা পুলিশের সদস্য (ডিবি) পরিচয়ে ওই কনস্টেবল এক যুবককে অপহরণ করে প্রায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করেন বলে অভিযোগ।

নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে সোমবার গ্রেপ্তার হওয়া ২৮ বছর বয়সী সাফায়েত গনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাথা ইউনিয়নের মৃত ছোহরাব আলীর ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর সার্কেলে দায়িত্বরত।

নিউজবাংলাকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া।

তিনি জানান, ভুক্তভোগী ইব্রাহিম খলিল ফুলবাড়িয়া ইউনিয়নের চৌধার গ্রামের বাসিন্দা। শনিবার ফুলবাড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান সাফায়েতসহ আরও কয়েকজন। ওই সময় ইব্রাহিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন।

এরপর ইব্রাহিমের সঙ্গে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়।

শাহীন মিয়া বলেন, ‘ইব্রাহিমের বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করলে সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা বাকিদেরও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গ্রেপ্তার সাফায়েত পুলিশ সদস্য কি না যাচাই-বাছাই চলছে। তাকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর