রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন তাঁতিপাড়ার বাসিন্দা রিক্তা বেগম। ভোট দেয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। তবে সময় বেশি লাগলেও ভোট দিয়ে যাবেন বলেই জানান তিনি। বলেন, ‘সকাল ৮টায় আচচি (সকাল ৮টায় এসেছি)। দাঁড়ে থাকতে থাকতে কোমরের ব্যথা হইসে, তাও ভোট দিনোং (দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়েছে, তাও ভোট দেব)।’
রংপুর সিটি নির্বাচনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ভোট দেয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
শীত ও ঘন কুয়াশার কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।
তাঁতিপাড়ার বাসিন্দা আসমা বেগম বলেন, ‘আমি সাড়ে ৮টায় আচছি (আমি সাড়ে ৮টায় এসেছি)। অনেক দিন পর ভোট দিতে আসছি, ভালো লাগোছে (অনেক দিন পর ভোট দিতে এসেছি, ভালো লাগছে)।
তবে ভোট দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন আসমা। বলেন, ‘সবাই অনেকক্ষণ ধরি লাইনোত দাঁড়ে আছে (সবাই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে।’
বিভিন্ন কেন্দ্রের কক্ষে পর্যাপ্ত আলোর অভাব বলে অভিযোগ করেছেন ভোটার ও কাউন্সিলর প্রার্থীরা।
মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ৬২ বছর বয়সী রাজিবুল ইসলাম।
তিনি বলেন, ‘পোথম পোথম আঙ্গুল মেলে নাই, পরে মিলছে (প্রথম প্রথম আঙুল মেলেনি, পরে মিলেছে)। চেষ্টা করিয়া ভোট তো দিনোং (চেষ্টা করে ভোট তো দিলাম)। সকালে আচচি অনেকক্ষণ লাইনোত দাঁড়ায়ে থাকি ভোট দিচি (সকালে এসেছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি)। রুমোত আলো কম (রুমে আলো কম)।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। ছবি: নিউজবাংলা
মোসলেম উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইটিং অফিসার আবু হানিফা খোকন বলেন, ‘আমার কেন্দ্রে ভোটার ১ হাজার ৯৯৫ জন। বেলা ১১টা পর্যন্ত ২০০ ভোট পড়েছে। কোনো সমস্যা নেই। যাদের ফিঙ্গার মিলছে না তাদের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছি মেলাতে। তবে আমার জানা মতে এমন কেউ নেই যিনি ভোট না দিয়ে ফেরত গেছেন।’
মোসলেম উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইটিং অফিসার মিনহাজ চৌধুরী জানান, তার কেন্দ্রে ভোটার ১ হাজার ৯২০ জন। বেলা ১১টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘যারা বয়স্ক, ডে লেভার তাদের ফিঙ্গার নিয়ে একটু সমস্যা হচ্ছে। তবে সমাধান করা হচ্ছে।’
২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল আলম বলেন, ‘ভোটাররা ভোট দিয়ে এসে জানাচ্ছে, রুমে আলো কম। আমি বিষয়টি প্রিসাইটিং অফিসারকে জানিয়েছি।’
একই অভিযোগ করেন আরেক কাউন্সিলর প্রার্থী ইবনে লিখন।
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সনু বলেন, ‘এমনিতে কোনো সমস্যা নাই। ভোট ভালো হচ্ছে। এভাবে ভোট হলে আমি জয়ী হব।’
২৭ নম্বর ওয়ার্ডের আলম নহর স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইটিং কর্মকর্তা আকলিমুর রেজা বলেন, ভোটাররা সকাল থেকেই ভোট দিচ্ছেন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৩২৬ ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার আছে ১ হাজার ৭৮১ জন।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। ইভিএম নিয়ে যে অভিযোগ এসেছে, তা তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।’