রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
৪৭ বছর বয়সী জয়নাল আনারস ব্যবসায়ী ছিলেন।
জয়নালের জামাতা আব্দুর রহমান বলেন, আমার শ্বশুর ভ্যানে করে আনারস নিয়ে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী থানার পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি জানান, জয়নালের বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলার চর কয়রা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদ জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার প্রক্রিয়া চলছে।