বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুনে দেয়ার কথা বলে টাকা নিয়ে পালাল প্রতারক

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ২৩:৫২

প্রতারণার শিকার শিখা রানী বলেন, জানুয়ারি মাসে গফরগাঁওয়ে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এ জন্য ব্যাংকে অল্প অল্প করে জমানো টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা তুলেছিলাম।

ময়মনসিংহের ভালুকায় ব্যাংকের ভেতরে গুনে দেয়ার কথা বলে শিখা রানী নামে এক নারীর ৮০ হাজার টাকা নিয়ে প্রতারক পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এ ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সী শিখা রানী একই উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘শিখা রানী ব্যাংক থেকে টাকা তোলার পর পাশে থাকা প্রতারকচক্র তা গুনে দিতে চায়। পরে তারা ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে জেনেছি। আমি তাৎক্ষণিক পুলিশকে জানাই। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে যায়।’

প্রতারণার শিকার শিখা রানী বলেন, ‘জানুয়ারি মাসে গফরগাঁওয়ে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এ জন্য ব্যাংকে অল্প অল্প করে জমানো টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা তুলেছিলাম। এ সময় কয়েকজন গুনে দেয়ার কথা বলে হাতে থাকা টাকাগুলো নেয়। পরে গণনা শেষে টাকাগুলো ফেরত দিলে টাকা নিয়ে জুয়েলারি দোকানে গিয়ে আবারও গুনলে ৮০ হাজার টাকা কম পাওয়া যায়। পরে তাৎক্ষণিক ব্যাংকে গিয়ে বিষয়টি জানিয়েছি।’

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর