বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মার তেল ভাসছে মেঘনায়

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ২১:০৩

ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘নদীতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়সহ মৎস্য সম্পদের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এই তেল দ্রুত অপসারণ করা না হলে নদীর পানির দূষণ ঘটবে। এতে নদীর ইকো সিস্টেম নষ্ট হয়ে যাবে।’

ভোলায় মেঘনা নদীতে পদ্মা অয়েল কোম্পানির ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ দুই দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণ ক্ষমতা কম হওয়ায় উদ্ধার তৎপরতা চালিয়েও ব্যর্থ হয়েছে বিআইডব্লিউটিএর জাহাজ। এরই মধ্যে বিপুল পরিমানে অকটেন ও ডিজেল নদীতে ছড়িয়ে পড়েছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, নদীতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়সহ মৎস্য সম্পদের বড় ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

কার্গো জাহাজডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে পদ্মা অয়েল কোম্পানি। কমিটিকে চার দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার ভোরে ভোলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় লাইটার জাহাজ সাগর নন্দিনী-২। এটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে চাঁদপুর যাচ্ছিল। ওই জাহাজের ১১ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ও ডিজেলের অনেকটাই ছড়িয়ে পড়েছে মেঘনায়।

মেঘনা পাড়ের জেলেরা জানান, নদীতে ছড়িয়ে পড়া তেলে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলেরা। তেলের কারণে তারা নৌকা ও জাল নিয়ে নদীতে বিপাকে পড়েছেন। ওই এলাকায় মাছ ধরা বন্ধ রয়েছে। তেলের গন্ধ ছড়িয়ে পড়েছে নদী তীরের গ্রামগুলোতে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা থেকে মেঘনা নদী থেকে অত্যাধুনিক ল্যামার সংযোজিত বোট ব্যবহার করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন।

সাগর নন্দিনী-২ এর মাস্টার মাসুদ বেল্লাল বলেন, ‘রোববার বিকেলে এটি উদ্ধারে বিআইডব্লিউটিএর একটি জাহাজ এলেও ধারণ ক্ষমতা কম হওয়ায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি। জাহাজটি ফেটে এক তৃতীয়াংশ ডুবে গেছে। আমাদের কোম্পানির পক্ষ থেকে দুটি জাহাজ এসে উদ্ধার করার কথা রয়েছে। এটি সময় মতো উদ্ধার করতে না পারায় জাহাজের প্রায় সব অকটেন ও ডিজেল নদীতে ভেসে গেছে বলে ধারনা করা হচ্ছে। এখন জাহজটি দ্রুত উদ্ধার করা জরুরি।’

পদ্মা অয়েলের এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, ‘জাহাজডুবির সঙ্গে সঙ্গে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। জাহাজটির অর্ধেকের বেশি অংশ নদীতে ডুবে আছে। এটি উদ্ধারের জন্য পদ্মা অয়েল কোম্পানির সাগর বধূ-৩ ও সাগর বধূ-৪ নামের দুটি উদ্ধার জাহাজ এসে পৌঁছেছে। মঙ্গলবার উদ্ধার কাজ শুরু করবে। জাহাজটি কীভাবে দুর্ঘটনায় পড়ল, কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।’

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (উদ্ধার) আব্দুল সালাম বলেন, ‘জোয়ার ভাটার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। যখন ভাটা স্থির হবে তখন কাজ শুরু করবো। ডুবে যাওয়া জাহাজের নিট ওজন সাড়ে তিন শ টন। এর সঙ্গে পানি ও তেল থাকলে ওজন আরও বেশি হবে।

‘আমাদের উদ্ধার জাহাজের ওজন প্রায় আড়াই শ টন। একারণে উদ্ধার সম্ভব হচ্ছে না। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের উদ্ধার জাহাজ দিয়ে কাজ করা হবে। আমরা সব ধরনের টেকনিক্যাল সহযোগিতা করবো।’

ডুবতে থাকা জাহাজ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে। ছবি: নিউজবাংলা

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন স্টাফ অফিসার (অপারেশন) হাসান মেহেদী আরিফ জানান, পরিবেশে বির্পযয়রোধে সোমবার থেকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নদী থেকে তেল উত্তোলন করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় দুই লাখ লিটার তেল উদ্ধার হয়েছে। সেই তেল পদ্মা অয়েল কোম্পানিকে বুঝিয়ে দেয়া হয়েছে।

পরিবেশ দূষণ বিষয়ে ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘নদীতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়সহ মৎস্য সম্পদের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এই তেল দ্রুত অপসারণ করা না হলে নদীর পানির দূষণ ঘটবে। এতে নদীর ইকো সিস্টেম নষ্ট হয়ে যাবে।’

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন বলেন, ‘দুর্ঘটনার কারণ উদঘাটনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হবে। এখন উদ্ধার অভিযান চলমান রয়েছে।’

এ বিভাগের আরো খবর