বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সস্ত্রীক আমীর খসরুর নামে দুদকের মামলা

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১৬:৪১

মামলার অভিযোগের বরাত দিয়ে দুদক সচিব মাহবুব জানান, আমীর খসরু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট, সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে নানা কৌশলে প্লট আত্মসাতে জড়িত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সোমবার এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হাসান।

মামলার আসামিরা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম, হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার ও তার স্ত্রী হোটেল সারিনার ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার নিনা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবন পরিদর্শক আওরঙ্গজেব নান্নু।

মামলার অভিযোগের বরাত দিয়ে সচিব বলেন, দুদকে খসরু ও তার স্ত্রী তাহেরা আলমের জমা দেয়া সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায়, এ দম্পতি বনানীর ১৭ নম্বর রোডের ২৭ ও ২৫ নম্বর প্লটে পাঁচ তারকা হোটেল সারিনা ইন লিমিটেডের শেয়ারহোল্ডার ছিলেন। জব্দকৃত এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় আরও দেখা যায়, আমীর খসরু ও তার স্ত্রী তাহেরা যৌথভাবে বিএনপি নেতার ভায়রা গোলাম সরোয়ার এবং শ্যালিকা সাবেরা সরোয়ার নিনার সঙ্গে হোটেল সারিনা ইন লিমিটেডে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করেছেন। এ ছাড়াও আমীর খসরু ও তার ভায়রা গোলাম সরোয়ার বনানী ১৭ নম্বর রোডের ২৫ নম্বর প্লটটি (যা বসতি টাওয়ার নামে পরিচিত) যৌথ নামে কিনে রাজউকের অনুমোদিত ১৫ তলা নকশার জায়গায় ২১ তলা ভবন নির্মাণ করেন।

সচিব মাহবুব জানান, আমীর খসরু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট, সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে নানা কৌশলে প্লট আত্মসাতে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ বিএনপি নেতা ও তার স্ত্রীর নামে মামলা করেন।

এ বিভাগের আরো খবর