বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২ সহস্রাধিক প্রাক্তনকে একসঙ্গে পেল অন্নদা

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ২২:৪০

উৎসবে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ১৯৫৪ সালে এসএসসি পাশ করেছেন এমন ব্যক্তিও ছিলেন।

কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার ছাত্র পড়ান স্কুলে, কারও ব্যবসায় বেশ নাম-ডাক। আলাদা আলাদা ক্ষেত্র হলেও তারা সবাই একই সূত্রে গাঁথা। একই স্কুলের আঙিনায় রেখেছিলেন পা।

রোববার এমনই দুই সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা হলো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। ১৮৭৫ সালের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে রয়েছে ব্যাপক সুনাম, সুখ্যাতি। কালে কালে বেরিয়ে যাওয়া শিক্ষার্থীরা এখানে রেখে গেছেন কৈশোর বেলার স্মৃতি।

স্মৃতিকে আবারও প্রাণবন্ত করে তুলতেই প্রাক্তন শিক্ষার্থীরা এ মিলনমেলার আয়োজন করেছেন; যার নাম দেয়া হয়েছে ‘অন্নদা উৎসব’।

রোববার বেলা ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ উৎসবে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ১৯৫৪ সালে এসএসসি পাশ করেছেন এমন ব্যক্তিও ছিলেন।

সকাল ৯টায় তারা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিদ্যালয়ে ফিরে আসেন।

দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্যাচের স্কুলের বন্ধুরা আবার এক হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। ১৯৫৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাই স্মৃতিচারণ করেন। মধ্যাহ্ন ভোজের পর প্রাক্তন শিক্ষার্থী ও দেশের কৃতিমান ব্যাক্তিত্বরা সহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

সন্ধ্যায় হয় সাংস্কৃতিক পর্ব। স্থানীয় শিল্পীরা ছাড়াও কনসার্ট পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’। উন্মুক্ত এ অনুষ্ঠানটি দেখতে হাজির হন বিপুল সংখ্যক মানুষ।

এর আগে উৎসবের আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া কৃতিমান শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিদ্যালয়ের ৬৩ ব্যাচের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মো. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, ৬৫ ব্যাচের শিক্ষার্থী নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মো. আতিকুল ইসলাম, ৬৪ ব্যাচের শিক্ষার্থী সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর, সাবেক লে. জেনারেল মো. সাজ্জাদুল হকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ফরিদা নাজনীন।

এ বিভাগের আরো খবর