ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
নারায়ণগঞ্জ নগরীর আলী আহম্মেদ চুনকা মিলনায়তনে রোববার সন্ধ্যায় কবিয়াল ফাউন্ডেশন আয়োজিত সাহিত্য সম্মেলন ও মুক্তিযোদ্ধাসহ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ করে নাই, কোন অবস্থাতেই তাদের মুক্তিযোদ্ধা সনদ থাকতে পারে না। আমরা তো জানি না কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয়।
‘প্রতিটি এলাকা থেকে নাম যায় মন্ত্রণালয়ে। মুক্তিযুদ্ধ করেন নাই, যদি সেই মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়ে থাকেন, তাহলে অন্যায় করেছেন। তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করলে মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হবে।’
মন্ত্রী জানান, প্রত্যেক জেলা ও উপজেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর করা হবে। এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি মেয়র সেলিনা হায়াত আইভী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ, কবি মুজিবুল হক কবীর।
পরে সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী।