রাজধানীর সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শিক্ষা প্রতিষ্ঠানটি তার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে বলে জানান তিনি।
রাজধানীর বিএএফ শাহীন কলেজ মাঠে রোববার দুপুরে এক্স শাহীন এসোসিয়েশন অব ঢাকার (ইসাড) পুর্নমিলনী অনুষ্ঠান ছিল। সেখানেই মেয়র স্মৃতিচারন করেন প্রতিষ্ঠানটি নিয়ে। তিনি ইসাড-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
মেয়র আতিক বলেন, ‘শাহীন স্কুল আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে। এখান থেকে আমরা যেমন বিদ্যা অর্জন করেছি, তেমনি শিক্ষাও পেয়েছি। আমি গর্বিত এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে।
‘এই কলেজের মাঠ আমাকে ডাকে, ক্লাস রুম আমাকে ডাকে। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামাল এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তিনি এই মাঠে খেলাধুলা করেছেন, এই ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছেন। তার স্মৃতি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।’
শহীদ শেখ কামালের নামে কলেজ ভবন ও লাইব্রেরীর নামকরণের আহবান জানান ডিএনসিসি মেয়র। তিনি শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে বিএএফ শাহীন কলেজ সংলগ্ন ফুটওভার ব্রীজে অত্যাধুনিক এস্কেলেটর (চলন্ত সিঁড়ি) বসানোর ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাড’র প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাকসহ সাবেক শিক্ষার্থীরা।