চীনা নাগরিক ঝো-জোপিংয়ের মৃত্যুর কারণ এখনও অজানা।
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মীয়মাণ ১ হাজার ৩২০ মেগাওয়াট দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিক ঝো-জুপিং মারা গেছেন।
কেন্দ্রের কর্মীরা ৫২ বছর বয়সী ওই চীনা নাগরিককে রোববার বিকেল ৫টায় অচেতন অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, কী কারণে ঝো-জুপিং মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
এ বিষয়ে ওই তাপবিদ্যুৎকেন্দ্রের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেদওয়ানকে বারবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।