দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি ৩৩ মাস পর করোনা মহামারির বিধিনিষেধ তুলে নিয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে করোনা মোকাবিলার বিধিনিষেধ তুলে নেয় খনি কর্তৃপক্ষ। এর আগে ২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করেছিল।
বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
বিধিনিষেধ তুলে নেয়ায় শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন।
বড়পুুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন বলেন, ‘করোনা ভাইরাস মহামারির কারণে কয়লা খনির প্রধান গেট এতদিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনা ছাড়া প্রধান গেট খোলা হতো না। বাইরের শ্রমিকদের খনিতে যোগদান করতে গেলে প্রথমে কোয়ারেনটইনে থাকতে হতো।
‘কাজে যোগদান করলে বাইরে বের হতে গেলে ১৫ দিন অথবা ১ মাস ভেতরে থাকতে হতো। এতে শ্রমিকরা ইচ্ছা করলেই পরিবারের সঙ্গে দেখা করতে পারত না।’
ইউনিয়ন নেতা জাকির বলেন, ‘আমরা এই সব বিধিনিষেধ তুলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। অবশেষে সেই সব বিধিনিষেধ তুলে নেয়া হলো। এতে আমরা খুব খুশি।’
খনির এমডি প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, বর্তমানে করোনার প্রাদুর্ভাব শূন্যের কোঠায় থাকায় এবং শ্রমিকদের কাজের সুবিধা বাড়াতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খনির মূল গেট উন্মুক্ত রাখা হবে।