বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৭:২২

ভারতীয় সীমান্ত এলাকায় নিহত মদসসির সুপারি সংগ্রহে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় খাসিয়ার একটি দল তাকে গুলি করে...

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার ভোরে গোয়াবাড়ি সীমান্ত এলাকায় মদসসির আলী নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

তিনি বলেন, ‘নিহত ব্যক্তি স্থানীয় আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি শনিবার রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এ সময় ভারতীয় খাসিয়ার একটি দল তাকে গুলি করে।’

সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

পরে বিকেলে যোগাযোগ করা হলে ওসি দস্তগীর জানান, ময়নাতদন্ত শেষে মদসসির আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা হলে কয়েকজন জানান, ভারতের সীমান্ত এলাকায় সেখানকার খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চাষ করে। এসব সুপারি আনতে বাংলাদেশ থেকে প্রায়ই অবৈধ অনুপ্রবেশ ঘটে। অনেক সময় খাসিয়াদের গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটে।

এ বিষয়ে জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অনেকে ভারতীয় খাসিয়াপুঞ্জিতে অবৈধভাবে ঢুকে পড়ে। এদের অনেকে খাসিয়াদের গুলিতে প্রাণ হারান।

এরআগে, চলতি বছরের ১ জানুয়ারি কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে ভারতীয়দের গুলিতে লোকেশ রায় নামে এক ব্যক্তি প্রাণ হারান।

এ বিভাগের আরো খবর