হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’
বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, তবে স্থলবন্দরের বাংলাদেশ অংশে আটকে পড়া ট্রাকের মালামাল লোড-আনলোড স্বাভাবিক রয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্টের বন্দরবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ‘বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি চালু হবে।’
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’