বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সিএমজি বেতার দিবস’ উদযাপন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৫:৩৩

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক হোসনে আরা তালুকদার, রেডিও ভূমির প্রধান নির্বাহী শামস সুমন, রেডিও ঢোলের প্রধান নির্বাহী সিলভিয়া পারভীন লেনি, নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, শিক্ষাবিদ শাহ নিসতার জাহান, সংগীতশিল্পী ইমরান হোসেনসহ অনেকে।

‘সিএমজি বেতার দিবস’ উদযাপন করেছে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরো।

রাজধানীর গুলশানে সিএমজির কার্যালয়ে শনিবার সন্ধ্যায় ঘরোয়াভাবে অনুষ্ঠানটি উদযাপন করেন ঢাকা ব্যুরোর সাংবাদিকরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক হোসনে আরা তালুকদার, রেডিও ভূমির প্রধান নির্বাহী শামস সুমন, রেডিও ঢোলের প্রধান নির্বাহী সিলভিয়া পারভীন লেনি, নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, শিক্ষাবিদ শাহ নিসতার জাহান, সংগীতশিল্পী ইমরান হোসেনসহ অনেকে।

চীনের বেইজিং থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী।

ওই সময় ঢাকা ব্যুরোর পরিচিতি এবং ব্যুরো নির্মিত রেডিও অনুষ্ঠানগুলোর পরিচিতি তুলে ধরেন সংবাদকর্মীরা।

ঢাকা ব্যুরোর কর্মীদের পরিবেশনায় শ্রুতি নাটক উপভোগ করেন অতিথিরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে সিএমজির জন্মদিনও পালন করা হয়।

ঢাকা ব্যুরোর অনুষ্ঠান

সিএমজির ঢাকা ব্যুরো থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হলো ‘আকাশ ছুঁতে চাই’ (নারী ও মানবাধিকারবিষয়ক অনুষ্ঠান), ‘ব্যবসাপাতি’ (ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক অনুষ্ঠান), ‘আপন আলোয়’ (শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান) এবং ‘দেহঘড়ি’ (স্বাস্থ্ বিষয়ক অনুষ্ঠান)।

অনুষ্ঠানগুলোর সঞ্চালনায় রয়েছেন শান্তা মারিয়া, সাজিদ রাজু, মাহমুদ হাশিম ও হাবিবুর রহমান অভি।

এ বিভাগের আরো খবর